ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুড়িগ্রামে বজ্রপাতে ৯জন মাদরাসার শিক্ষার্থী আহত
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৭-২৪ ১০:৪৩:৩৪

রাজারহাটের চাকিরপাশা দাখিল মাদরাসার পাঠদান চলাকালে বজ্রপাতে ৯জন শিক্ষার্থী গুরুত্ব আহত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মরত ডাক্তার জানায়।

জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের (২৪জুলাই) সোমবার দুপুরে চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় পাঠদান চলাকালে বজ্রপাতে ৯জন শিক্ষার্থী গুরুত্ব আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। এসব শিক্ষার্থীরা সবাই রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

চাকিরপাশা দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, পাঠদান চলাকালে হঠাৎ করেই বজ্রপাতে মাদরাসার ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর ৯জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত ৯জন শিক্ষার্থী হাসপাতালে আসা মাত্র দ্রুতই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে ৭জন মেয়ে ও ২জন ছেলে। আহত ৯জনের মধ্যে ২জনের অবস্থা মোটামুটি ভালো। বাকিদের আমরা অবজারভেশনে রাখছি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরে হঠাৎ বজ্রপাতে মাদরাসার ৯জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী