ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৭-২৪ ০৯:০৫:৪৪

"ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি" এই স্লোগানকে সামনে রেখে সড়ক পরিবহন আইন ২০১৮ ট্রাফিক সাইন ও দুর্ঘটনা রোধকল্পে  নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ ও কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে এ সচেতনামূলক প্রচারণা চালানো হয়। 

এ সময় সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে মোটরসাইকেল চালকদের সবসময় হেলমেট ব্যবহার করার অনুরোধ জানানো হয়। কুড়িগ্রাম ট্রাফিক বিভাগের সার্জেন্ট সুজন রেজার নেতৃত্বে সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন, এটিএসআই আইয়ুব আলী, কনস্টেবল মামুন অর রশিদ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত