ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
মত বিনিময় সভায় মৎস্যজীবিদের উপস্থিতি কম থাকায় মৎস্য কর্মকর্তা সমালোচনার মুখে
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৭-২৪ ০৮:০৮:৫৪

উপজেলা  প্রশাসন ও মৎস্য  দপ্তর আয়োজিত  মত বিনিময়  সভায়  প্রকৃত  মৎস্যজীবিদের  উপস্থিতি  কম  থাকায়  সমালোচনার মুখে পড়েন  পার্বতীপুর উপজেলার  এক  মৎস  কর্মকর্তা।

পার্বতীপুর  উপজেলা পরিষদ মিলনায়তনে  সোমবার  সকাল  ১০টায়  সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান এর সভাপতিত্বে এ মত বিনিময় শুরু হয়। এতে  বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, বাসুপাড়া উচ্চ বিদ্যসলয়ের প্রধান শিক্ষক  ও  মৎসজীবি  আসলাম হোসেন, মানবকন্ঠের প্রতিনিধি  মামুনুর রশিদ, সমকালের মাহমুদুর রহমান প্রমুখ।

মৎসজীবি আসলাম হোসেন বলেন, এ মত বিনিময়  সভায়  দেখা যাচ্ছে মৎসজীবিদের চেয়ে সাংবাদিকের সংখ্যাই বেশী। প্রকৃত মৎসজীবির উপস্থিতি নিশ্চিত করতে মৎস্য কর্মকর্তার এমন গাফিলতিতে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, মৎস্য খামার নাই এমন অনেক ব্যক্তিকে মাছের ফিড দেয়া হয় অথচ আমি প্রকৃত মৎস খামারি হওয়া সত্বেও আমাকে কোন ফিড দেয়া হয়নি।

ফিনান্সিয়াল পোস্টের পার্বতীপুর প্রতিনিধি  মামুনুর রশিদ  প্রচার প্রচারনায়  কি পরিমানের অর্থ বরাদ্দ আছে জানতে চাইলে উপজেলা সিনিয়র  মৎস  কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সায়েম কোন সদুত্তর না দিয়ে এড়িয়ে যান। সংবাদ লেখার পূর্বে পূনরায় তার মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী