ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাড়িতে পানিভর্তি ড্রামে ডুবে শিশুর মৃত্যু
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৭-২৪ ০৭:৪২:৪৯

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়িতে পানিভর্তি ড্রামে ডুবে আলী হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। আলী হাসান ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

মৃত শিশুর বাবা মনিরুল ইসলাম এ প্রতিবেদককে জানিয়েছেন, আজ সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু আলী হোসেন। এক পর্যায়ে বাড়ির টিউবওয়েলের পাশে পানিভর্তি ড্রাম নিয়ে গোসল করার সময় ডুবে যায়। বেশ কিছুক্ষণ পর তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ড্রামে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম হোসেন বিকেলে জানায়, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশুটির মরদেহ দাফনও করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী