ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন কর্মশালা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৭-২৪ ০৭:৪১:২২

স্কিল ফর এমপ্লয়মেনন্ট ইনভেস্টমেন্ট গ্রোগ্রাম(এসইআইপি) এর উদ্যোগে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন কর্মশালা সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের এসইআইপি প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক মতিউর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও প্রযুক্তি) বিনোদা রানী।

কর্মশালায় জানানো হয় সারাদেশে বেকার যুবদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টেকনিক্যাল স্কুল ও কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও বেসরকারী প্রতিষ্ঠানে ট্রেড খোলা হয়েছে। এসব ট্রেডে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবে যুবরা।

নির্বাহী প্রকল্প পরিচালক মতিউর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ শুরু করে দিয়েছেন। এজন্য নানা ভাবে কাজ করা হচ্ছে। গ্রামের তৃণমুল পর্যায় পর্যন্ত সরকারী এসব সুযোগ সুবিধা ছড়িয়ে দিতে পারলে কেউ আর ঘরে বসে থাকবে না। এজন্য সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

সরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, নারী উন্নয়ন কর্মী ছাড়াও গণমাধ্যম কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত