ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাওনাকৃত দেড়শ টাকা চাইতে গিয়ে লাঞ্চিত, টিকটকে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৭-২০ ০৭:৪৭:১৩

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে নির্যাতনের শিকার এক যুবক অভিমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নিকট বিচার চেয়ে আত্মহত্যা করেছে।

বুধবার দিবাগত  রাত দেড়টার  দিকে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
 
আত্মহত্যাকারি যুবকের নাম স্বদেশ সরকার, সে পোয়াইল গ্রামের পশ্চিম পাড়ার অধিবাসী  স্বপন সরকারের ছেলে। বুধবার দিবাগত রাতে পরিবারের সবাই স্থানীয় একটি হরিসভায় যোগ দিলে সে শোবার ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকে একটি ভিডিও আপলোড করে ওই যুবক।

ভিডিওটি থেকে জানা যায়, একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ আত্মহত্যাকারী স্বদেশ সরকারের কাছ থেকে কিছু টাকা হাওলাত নেয়।১৭ জুলাই বিকালে স্থানীয় বাবুর বাজারে রিয়াজের নিকট পাওনা টাকা দাবি করে স্বদেশ।এ সময় রিয়াজ টাকা নেওয়ার কথা অস্বীকার করে তাকে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। নির্যাতনের শিকার হয়ে  স্থানীয়দের কাছে বিচার দিলেও কোন প্রতিকার না পেয়ে  অভিমানে সে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়ে আত্মহত্যা করে।

পরিবার সূত্রে জানা যায়, স্বদেশ রিয়াজের নিকট দেড়শত টাকা পেত, সেটা চাইলে  সোমবার বিকালে বাবুরবাজার নুর ইসলামের দোকানের সামনে তাকে গালিগালাজ ও মারধর করে রিয়াজ। এর পর থেকেই সে  অপমানিত হয়ে বাড়ি থেকে বের হয় নাই। বুধবার দিবাগত রাতে পরিবারের সবাই স্থানীয় একটি হরিসভা গেলে রাতের কোনো এক সময় আত্মহত্যা করে সে। রাত দেড়টার দিকে পরিবারের লোকজন বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছি। সার্বিক আলামত ও ভিডিওটি আমাদের হাতে এসেছে। মৃতদেহের ময়নাতদন্ত এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ভিডিওতে পাওনা টাকা চেয়ে মারধরের শিকার হয়ে পুলিশের কাছে বিচার চেয়েছে। এ কারনেই যে আত্মহত্যা করেছে সেটা স্পষ্ট নয়। আমরা অধিকতর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ