কৃষকদল নেতা মোঃ সজিব হোসেন হত্যার ঘটনায় পটুয়াখালী জেলা বিএনপির শোক র্যালিতে বাধা প্রদান করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই ) দুপুর ১ টার দিকে শহরের বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা শোক র্যালি শুরু করে লঞ্চঘাটের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের সামনে যেতে বাধা প্রদান করলে তারা র্যালি নিয়ে পুনরায় বধুয়া কমিউনিটি সেন্টারে ফিরে যায়। এসময় কোনও সংঘর্ষ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
এর আগে সেখানে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাৎ হোসেন মৃধার ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, ১৮ জুলাই বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলা কালে লক্ষিপুরে সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে কৃষকদল নেতা মোঃ সজিব হোসেনকে হত্যা করে। এর প্রতিবাদে শোক র্যালি বের করে পটুয়াখালী জেলা বিএনপি। র্যালিটি শহরের পুরাতন আদালত চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করার কথা থাকলেও লঞ্চঘাট এলাকায় পৌঁছালে পুলিশ র্যালিতে বাধা দেয়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়ায় যাতে কোন বিশৃঙ্খলা সৃস্টি না হয় সেজন্য আমরা সেখান থেকে নেতাকর্মীসহ ফিরে আসি।
তবে পুলিশের দাবি, বিএনপি মিছিল নিয়ে সদর রোডে গেলে যানজটের সৃষ্টি হতো। সাধারণ মানুষের চলাচলে অসুবিধা এড়াতে র্যালিটি ঘুড়িয়ে দেয়া হয়েছে।