ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ অপ্রয়োজনীয় ঝোপ ঝাড় কর্তনে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর উদ্যোগে বিশেষ প্রচারণা শুরু হয়েছে জেলা শহরে।
কর্মসুচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয় শহরের ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়িতে।
এতে নেতৃত্ব দেন নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ইয়াসিন আলী ও আফরোজা সুলতানা।
এ সময় পৌরসভার কাউন্সিলর রতনা রানী রায়, স্যানিটারী ইন্সপেক্টর মরতুজ আলী মর্তুজা, স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ, ডিজিটাল উদ্যোক্তা রানা ইসলাম উপস্থিত ছিলেন।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই এ কারণে প্রত্যেক বাসাবাড়ি মনিটরিং শুরু করেছি আমরা।
ডেঙ্গু মশার লার্ভা জন্মে এমন সব জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এবং সচেতনতা সৃষ্টিতে পৌরসভার একাধিক টিম লিফলেট বিতরন শুরু করেছে পাশাপাশি শহর জুড়ে মাইকিংও করা হচ্ছে।