ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নারী বিদ্বেষী যুবকের কুপে বৃদ্ধা নিহত, আহত ৬জন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৭-১৯ ০৭:৫২:০২
ব্রাহ্মণবাড়িয়ায় এক নারী বিদ্বেষী যুবকের দায়ের কোপে আরজুদা বেগম (৭৫) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে পৌর এলাকার ভাদুঘরে এই ঘটনা ঘটে। নিহত আরজুদা বেগম ওই এলাকার মৃত আলী আকবরের স্ত্রী। এই ঘটনায় আরও নারী-কিশোরীসহ আরও ৬জনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে৷ খবর পেয়ে পুলিশ শিহাব (২৮) নামের সেই যুবককে আটক করেছে। সিয়াম ওই এলাকার জামাল মিয়ার ছেলে। আহতরা হলেন, রাবেয়া (৫০), খালেদা (৪৪), সাজু বেগম (৫০), মুখলেছ (৪৫), নয়ন মনি (১৪), পপি (৩৫)। তারা সবাই ভাদুঘর এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শিহাব একটি মাদরাসায় পড়াশোনা করতেন। সে নারীদের দেখলে ও নাম শুনলে উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসে। সম্পূর্ণ নারী বিদ্বেষী ছিল। গতবছরও সে স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে আহত করে। আজ সে স্থানীয় নারীসহ কয়েকজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এরমধ্যে আহত সকলকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হলে পথিমধ্যে আরজুদা বেগম মারা যান। তিনি আরও জানান, এই ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিহাবকে আটক করেছে। তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী