ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নরসিংদীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৭-১৯ ০০:৩৪:০০

নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঢাকার নিকবর্তী এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পুষ্প রাণী সাহা (৭১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার দিবাগত রাতে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান। নিহত পুষ্প রাণী সাহা নরসিংদী শহরের হাজীপুর ইউনিয়নের গোপাল সাহার মেয়ে।

সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯১ জন রোগী। যার অধিকাংশই চলতি মাসে।

বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে ১০ জন ও সদর হাসপাতালে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫ জন রোগী।
 
সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে আরো জানা যায়, পুষ্প রাণী সাহা ৪ থেকে ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।

তিনি নরসিংদী ডায়বেটিকস হাসপাতালে চিকিসা নিয়েছিলেন। তারপরও জ্বর ভালো না হওয়ায় রবিবার দুপুরে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছিল ডাক্তাররা।কিন্তু পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়নি। সোমবার দিবাগত রাত ১২.৫০ মিনিটে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, পুষ্প রাণী সাহা ডায়বেটিকস, বুকে ব্যথা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরা অবস্থা খারাপ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেছিলাম কিন্তু পরিবারের সদস্যরা না নিয়ে যাওয়ায় রাতে হাসপাতালে মারা যায়।

তিনি আগামী আগষ্ট মাস ডেঙ্গু রোগের পিক সময় উল্লেখ করে বলেন, অন্য সময়ের তুলনায় বর্তমানে ডেঙ্গু রোগের ধরন পাল্টেছে। এখন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী দ্রুত সময়ে খারাপ হয়ে যাচ্ছে। তাই কেউ জ্বরে আক্রান্ত হলে দ্রুত পরীক্ষা করে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি  এখনই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন হাসপাতালে
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮২
বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষায় যা করা উচিত