ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া শিশু বাপিয়া ফিরে পেল তার পরিবারকে
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৭-১৯ ০০:৩০:১৪

দিনাজপুর ফুলবাড়ীতে ফেসবুকের আশির্বাদে রেলস্টেশনে পানি পান করতে নেমে পরিবারকে হারিয়ে ফেলা শিশু বাপিয়া (৮) ফিরে পেলো তার পরিবারকে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল চারটায় হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী ওই শিশুকে নিজ বাড়ীতে ৪ দিন রেখে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ হাসান মেহেদী রুবেল।

শিশু বাপিয়া রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা, তিনি তার নানীর বাড়ীতেই থাকেন।

জানা গেছে,গত ১৫ জুলাই  ঢাকা থেকে তার নানী নুরজাহান বেগম এর সাথে নিজ বাড়ী বদরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে করে আসছিল ছোট শিশু বাপিয়া, দিনাজপুরের ফুলবাড়ী রেল স্টেশনে ট্রেনটি দাঁড়ালে পানি খাওয়ার জন্য ট্রেন থেকে নামে বাপিয়া পানি খেতে খেতে ট্রেন ছেড়ে দেয় । বাপিয়া ট্রেনে উঠতে না পেরে ফুলবাড়ী শহরের ঢাকা মোড় থেকে একটি অটোতে উঠে,  শহরের নিমতলা মোড়ের দিকে রওনা করে, সেই অটোতে বসা ছিলেন সৈয়দ হাসান মেহেদি রুবেলের স্ত্রী সৈয়দা রিপা। বাপিয়া কে একা দেখে তিনি জিজ্ঞাসা করেন কোথায় যাবে, বাপিয়া বলে ফুলবাড়ীতে যাব, তিনি আবার জিজ্ঞাসা করেন ফুলবাড়ী কোথায় যাবে, বাপিয়া তেমন কিছু বলতে না পারলে, সৈয়দ হাসান মেহেদি রুবেলের স্ত্রী সৈয়দা রিপা বুঝতে পারেন সে হয়তো হারিয়ে গেছে। পরে তাকে তার বাসার কথা জিজ্ঞাসা করেন সে উত্তরে বেশি কিছু বলতে না পারায় তাকে তিনি বাসায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসা করেলে সে তার বাবা-মায়ের নাম বলতে পারে এবং তার বাড়ি বদরগঞ্জে সেটাও বলে এর বেশি কিছু সে বলতে পারেনি।

এরপর শিশু বাচ্চা বাপিয়ার পরিবারকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সহ একটি পোস্ট করেন সৈয়দ হাসান মেহেদী রুবেল, পোস্টটি অনেকেই শেয়ার করেন এবং কপি করে পোস্ট করেনেএতে বিষয়টি ভাইরাল হয় ফেইসবুকে।

চারদিন পর বাপিয়ার পরিবারের লোকজন ফেসবুকে ছবি সহ পোস্টটি দেখতে পেয়ে সেথানে দেয়া নাম্বারে যোগাযোগ করেন।

তারা জানতে পারেন ফুলবাড়ীতে সৈয়দ হাসান মেহেদী রুবেলের বাসায় নিরাপদে রয়েছে শিশু বাপিয়া। ১৮ জুলাই মঙ্গলবার বিকেল চারটায় বাপিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে নেওয়ার জন্য ফুলবাড়ীতে সৈয়দ হাসান মেহেদী রুবেলের বাসায় আসেন তার নানি নুরজাহান বেগম, খালা মমতাজ বেগম ওখালাতো  ভাই রকি। পরে তাদের হাতে বাপিয়াকে তুলে দেন সৈয়দ হাসান মেহেদী রুবেল।

শিশু বাপিয়ার নানী নুর জাহান বেগম বলেন,তাের নাতনীকে খুজে খুজে দিশে হারা হয়ে পড়েছিলেন। চারদিন পর ফেসবুকে ছবি সহ  পোস্টটি দেখতে পেয়ে সেথানে দেয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন ফুলবাড়ীতে সৈয়দ হাসান মেহেদী রুবেলের বাসায় নিরাপদে রয়েছে শিশু বাপিয়া। এ জন্য তিনি কৃতঞ্জতা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল বলেন, চার দিন যাবত বাপিয়াকে যত্নের সাথে রাখার চেষ্টা করেছি, আমার স্ত্রী তাকে সন্তানের মত রেখেছে।  তার পরিবারের খোঁজ পাওয়ায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করলাম। যারা তার পরিবারেরকে খুঁজে পেতে ফেসবুকে আমার পোস্টটি শেয়ার করেছেন এবং কপি করে পোস্ট করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সৈয়দ হাসান মেহেদী রুবেলের এমন মানবিক কাজের জন্য বিভিন্ন মহল তাকে সাদুবাদ জানিয়েছেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী