ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ভোলায় এক দফা দাবিতে জেলা বিএনপির পথযাত্রা
  • মো: জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৭-১৯ ০০:২২:০৩

শেখ হাসিনার পদত্যাগসহ নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার এক দফা দাবিতে পথযাত্রা করেছে ভোলা জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় পথযাত্রা মিছিল। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুগীরঘোল এলাকায় গিয়ে সমাপ্তি হয়। এসময় ব্যানার ও পেষ্টুন হাতে নিয়ে পথযাত্রায় অংশ নেন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

সভায় ভোলা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার অধীনে আর কোনো নির্বাচন নয়। এই সরকারকে পতন না করা হলে আগামীতে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই বর্তমান সরকারকে পদত্যাগ করার হুঁশিয়ারি দেন তারা।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক, মো. কবির হোসেন, রব আকন (কমিশনার), বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, ভোলা জেলা কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার,দৌলতখান বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুমন খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা