ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
নবাগত পুলিশ সুপার এর সাথে সদর প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৭-১৮ ০১:৩৬:২০

১৬ জুলাই নরসিংদী সদর প্রেস ক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসাইন এর পরামর্শে নরসিংদীতে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়ের সাথে নরসিংদী সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ।

উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাংবাদিকবান্ধব নেতা শমসের জামান ভূঁইয়া রিটন, নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা, ডাক্তার শরিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পিটু, প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক নাজিম উদ্দিন, ওবায়দুল ইসলাম,কাওছার মিয়া, মোরশেদ, আবু সাঈদ চৌধুরী, আকিকুল ইসলাম, আব্দুস সালাম, কামাল সরকার, এস আলম, আলতাব হোসেন, আলম মৃধা, হারুন সহ অন্যান সাংবাদিক সংগঠনের প্রায় ৪০ জন গণমাধ্যম কর্মী । নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) সাংবাদিকদের সুখে দুঃখে পাশে থাকার আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান।

এছাড়াও তিনি নরসিংদীর আইন-শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিক সংগঠনকে কাজ করার আহ্বান জানান। নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দি ফাইন্যান্সিয়াল পোস্ট ও  ক্রাইম ম্যাগাজিন  অপরাধ জগতের স্পেশাল করসপন্ডেন্ট মাসুদ রানা বাবুল নরসিংদী সদর প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন