ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীর সমলয়ে চাষাবাদ শুরু, যন্ত্রের ব্যবহারে চারা রোপণ
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৭-১৭ ০৬:১৭:২৫

জেলা সদরের কাদিখোল সমলয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমন ধানের চারা রোপন করা হয়েছে। ১৫০বিঘা জমিতে ৫৫জন কৃষক কৃষিতে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে আমন চারা রোপণ করছেন। 

সোমবার দুপুরে সমলয়ে চাষাবাদের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জেসমিন নাহার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান বক্তব্য দেন। 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। এছাড়াও কৃষকদের মধ্যে মোক্তার হোসেন বক্তব্য দেন অনুষ্ঠানে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, কৃষি প্রণোদনা কর্মসুচীর অংশ হিসেবে ৫৫জন কৃষককে সার, বীজ, চারা তৈরি করে দেয়ার পাশাপাশি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন করে দেয়া হচ্ছে। পরবর্তিতে হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কর্তন ও মাড়াই করে দেয়া হবে। এখানে কৃষিতে প্রযুক্তি বা যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে চাষাবাদ করা হচ্ছে। 

কৃষক মোক্তার হোসেন বলেন, সনাতন পদ্ধতির ব্যবহার দিনদিন বিলুপ্ত হচ্ছে। এতে কৃষিতে আধুনিকায়ন এবং যান্ত্রিকিকরণের যেমন ব্যবহার শুরু হচ্ছে তেমনি খরচ কমে আসার পাশপাশি উৎপাদন বেশিও হবে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. এসএম আবু বক্কর সাইফুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বের কারণে কৃষি বদলেছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এক জমিতে চারটি ফসল ফলানো হচ্ছে। যন্ত্র ব্যবহারের ফলে কৃষি সমৃদ্ধ হচ্ছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত