ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে ৪৫০জন কাউন্সিলর ও ৯০০ ডেলিগেটস
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৭-১৭ ০৫:১৭:০৮

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বিতীয়বারের মত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ১৮জুলাই মঙ্গলবার। ইতোমধ্যে সম্মেলন ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। পোস্টার ব্যানার আর বিলবোর্ডে ছেয়ে গেছে জেলা শহরের বিভিন্ন প্রান্ত। 

স্থানীয় শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি এবং উদ্বোধক হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত থাকার কথা রয়েছে। 

নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম বক্তব্য রাখবেন সম্মেলনে।  

সম্মেলনের প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তি এবং কেন্দ্রীয় সদস্য রাজিবুল হাসান ও মজিনুর রহমান মজনু উপস্থিত ছিলেন। 

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তি জানান, ২০১৪সালের সেপ্টেম্বরে সর্বশেষ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। আগামীকালের সম্মেলন নিয়ে দ্বিতীয় বারের মত সম্মেলন অনুষ্ঠিত হবে নীলফামারী জেলা কমিটির। 

তিনি বলেন, সম্মেলনে ৪৫০জন কাউন্সিলর এবং ৯০০জন ডেলিগেটস থাকবেন এছাড়াও সম্মেলন সফল করতে ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। 
স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য রাজিবুল হাসান বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে প্রতিটি নেতা কর্মী যা এখন থেকে শুরু হয়েছে তৃণমুলে।  

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক লীগ প্রযুক্তিনির্ভর এবং প্রতিটি ইউনিটকে স্মার্ট হিসেবে গড়ে তুলতেও সম্মেলনে গুরুত্ব দেয়া হচ্ছে। 

সম্মেলনের মিডিয়া উপ-কমিটির আহবায়ক আরিফুর রহমান রাজু জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা ও আরিফুর রহমান টিটু উপস্থিত থাকবেন। 

এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক উপস্থিত থাকবেন বলে জানান আরিফুর রহমান রাজু।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী