ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
নীলফামারীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় সনদ পেলো ৪৭৪জন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৭-১৬ ২৩:১৫:১৭

বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে নীলফামারীতে দু’দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা শেষ হয়েছে রবিবার বিকেলে।
 
শিশু একাডেমি মিলনায়তে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরআগে শনিবার সকালে ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগীতা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম ও জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা। শিশু একাডেমি সুত্র জানায়, বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন, চিত্রাংকণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ ৩০টি বিষয়ের উপর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা জানান, দুই বছরের প্রতিযোগীতায় ৪৭৪জনকে পুরস্কার দেয়া হয়। এতে অংশগ্রহণ করেছিলো ৯৪৮জন অংশগ্রহণ করে। 

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১ যুবক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে পিক-আপ ভ্যানের ধাক্কায়  চার্জার ভ্যানের এক যাত্রি নিহত: আহত ৩
সিরাজগঞ্জ ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা
সর্বশেষ সংবাদ