ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কর্মচারী সঙ্গে মতবিনিময় সভা করনে এমপি অধ্যাপক ডাঃ হ
  • সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৩-০৭-১৬ ২২:৫৯:৪০

সিরাজগঞ্জ সদর উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে  মতবিনিময় সভা করলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। 

রোববার (১৬ জুলাই) সকালে অত্র  উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল  হাসপাতালের  তত্বাবধায়ক ডাঃ রতন কুমার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা প্রমূখ। 

এ সময় উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাগণ ও কর্মচারী গণ,গণমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী