ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলের ক্যাম্প স্থগিত
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-১২ ০৭:৫৩:৫৬

অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আবারো পেছানোর সিদ্ধান্ত।

করোনায় আবারো পিছিয়ে যাচ্ছে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। এ বছরের অক্টোবর-নভেম্বরের ম্যাচগুলো ২০২১ সালে করার কথা জানিয়েছে এএফসি। এ কারণেই বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ দলের ক্যাম্প স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-এএফসি এ তথ্য নিশ্চিত করেছে।

বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবে প্রথমে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করে ফিফা। পরবর্তিতে ফিফার নির্দেশে এ বছরের অক্টোবর-নভেম্বরে ম্যাচ করার সিদ্ধান্ত নেয় এএফসি। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে আশ্বস্ত হতে না পেরে আবারো পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। এ বছরের ম্যাচগুলো হবে আগামী বছর।

তবে, সূচি চূড়ান্ত না করলেও তাদের সিদ্ধান্ত নিশ্চিত করেছে এএফসি। এতে গুছিয়ে ওঠার সুযোগ বাড়লো বাংলাদেশের। করোনার থাবায় ক্যাম্প শুরু করতে চরম বাধার মুখে পড়েছে বাংলাদেশ। তাই ধারণা করা হচ্ছে বাছাই ম্যাচ ২০২১ সালে করার সিদ্ধান্তে ভালোভাবে নিজেদের প্রস্তুতি সারতে পারবে বাংলাদেশ।

 

জয় দিয়ে বছর শেষ করলো বাংলাদেশ
নারী ফুটবলারদের সমস্যা লিখিতভাবে চাইলেন ড. ইউনূস
রদ্রিই জিতলেন ব্যালন ডি’অর