দিনাজপুরের চিনিরবন্দরের মাইক্রোবাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী রুহুল আমিন (৪৫) নামক অবসরপ্রাপ্ত সেনার সদস্য নিহত হয়েছে।
এ সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত চাপা দিয়ে পালিয়ে যায়।
আজ রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে চিরির বন্দর উপজেলার চম্পাতলী ফকিরের মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য পার্বতীপুর উপজেলার খোাহাটি এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছে।
দিনাজপুর দশ মাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুহুল আমিন নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন। একটি যাত্রীবাহী মাইক্রোবাস সৈয়দপুর থেকে রানীর বন্দরের দিকে যাওয়ার পথে এবং রানীর বন্দর থেকে সৈয়দপুরগামী মোটরসাইকেল আরোহী রুহুল আমিন চম্পাতলির ফকিরের মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী রুহুল আমিন নিহত হয়। মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েই যাত্রীবাহী মাইক্রোবাস দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নিহত মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুহুল আমিনের লাশ দশ মাইল হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম
মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে দশ মাইল হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।