ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
  • মাছুদ পারভেজ, গাজীপুর
  • ২০২৩-০৭-১৬ ০৫:১৭:৩৩

গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়ক ও ফুটওভারব্রিজ নির্মানসহ পাঁচ দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একের একের পর সড়ক দুর্ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। দুপুরে টঙ্গীর কলেজ গেইট এলাকায় প্রথমে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এতে টঙ্গীর একাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে যানচলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীদের শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটি প্রকল্পের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে যান। পরে শিক্ষার্থীদের পক্ষ ফুটওভার ব্রিজ নির্মান, স্পিড ব্রেকার, স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন, বিআরটি প্রকল্পের মাঝখানের লেন বন্ধ ও ঘাতক জলসিড়ি বাসের চালক এবং হেলপারের ফাঁসির দাবি করা হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহে টঙ্গীর কলেজ গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩জন মারা যান। আহত হন বেশ কয়েকজন।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ