ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে মনোয়ন পেলেন নজরুল ইসলাম দুলাল
  • রাজিব হাসান, ঝিনাইদহ
  • ২০২৩-০৭-১৬ ০২:২৯:০৮

সম্প্রতি ঝিনাইদহ জেলা আওয়ামী লিগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।  এ কমিটিতে সহ-সভাপতির একটি পদ শুন্য রাখে কেন্দ্রীয় আওয়ামি লিগ।

আজ ১৫ই জুলাই দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত দলীয় প্যাডে সহ-সভাপতি হিসেবে মনোনয়ন ঘোষনা করেন বিশিষ্ট সমাজ সেবক, কেন্দ্রীয় কৃষক লিগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে। 

চিঠিতে উল্লেখ করা হয়, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নজরুল ইসলাম দুলালকে সহ-সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে। সেই সাথে এ চিঠি পাঠানো হয় জেলা আওয়ামী লিগের সভাপতি আব্দুল হাই এমপি ও সম্পাদক সাইদুল করিম মিন্টুকে।
 
এছাড়াও সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লিগের সদস্য পারভিন জামান কল্পনা জানান, তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে জেলা আওয়ামী লিগের সহ-সভাপতি করা হয়েছে।

আর ঝিনাইদহ জেলা আওয়ামী লিগের সভাপতি আব্দুল হাই এমপি  জানান, চিঠি এখনও হাতে পায়নি, তবে সাংগঠনিকভাবে দিতে পারে সহ-সভাপতি পদে।  কেন্দ্র যেইটি সিদ্ধান্ত নিবে সেইটিতো মেনে নিতেই হবে।

এদিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লিগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে সহ-সভাপতি করা হয়েছে ; অনেকের মনে প্রশ্ন আসতে পারে সে কারনে দল থেকে চিঠি পাঠানো হয়েছে। দলের স্বার্থে তাকে এ পদ দেওয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর কাছে শুনেই শুন্য পদে তাকে অধিষ্ঠিত করা হয়েছে। যাতে দলের ভিতরে কোন বিভ্রান্ত না থাকে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী