ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
জেলা পুলিশের ‘ক্লিনিং সাটারডে’
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৭-১৬ ০২:১৫:৫৭

ডেঙ্গু চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রার্দুভাব রোধে জেলা পুলিশ বিশেষ ‘ক্লিনিং সাটারডে’ কর্মসুচী পালন করেছে। 

কর্মসুচীর আওতায় শনিবার পুলিশের প্রতিটি দফতরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচী চালানো হয়।
 
সকালে নীলফামারী পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুম ঘিরে ডেঙ্গু রোগের প্রার্দুভাব দেখা দিচ্ছে। সচেতনতা মুলক কর্মসুচীর অংশ হিসেবে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে কোথাও ডেঙ্গুর লার্ভা না জম্মে। 

প্রতি শনিবার এই কর্মসুচী পালন করা হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত