ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
হয় মাদক নয়, জেলা ছাড়তে হবে- এসপির হুশিয়ারী
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৭-১৬ ০২:১০:২৮

‘হয় মাদক নয়, জেলা ছাড়তে হবে’ বলে সাফ জানিয়েছেন নীলফামারীতে নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা। 

এছাড়াও তিনি বলেছেন, জুয়া, চাঁদাবাজি এবং কোন রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল চলতে দেয়া হবে না কোথাও। যা আজ থেকে বাস্তবায়ন শুরু হবে।
 
আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন নবাগত এসপি। 

অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলামের সঞ্চালনায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিগণ বক্তব্য দেন এতে।
 
পুলিশ সুপার গোলাম সবুর বলেন, জেলা পুলিশ এবং মিডিয়া যৌথ ভাবে কাজ করলে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ উন্নয়ন কাজ তরান্বিত হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহবান জানান তিনি। 

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ