ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নানা আয়োজনে ফরিদপুরে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৭-১৬ ০২:০৯:৩০

সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মানে, শিক্ষক -প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন । এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব যুব দক্ষতা দিবস।

শনিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজী চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিন করে পুরনায় মেরিন টেকনোলজী চত্বরে এসে শেষ হয়। পরে আইএমটি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান।

ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজীর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক অলিউল্লাহ আহম্মেদ, এনজিও ব্যক্তিত্ব আসমা আক্তার মুক্তা।
এস ই আই পি প্রকল্প, অর্থ মন্ত্রনালয়ের আয়োজনে ও ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজীর বাস্তবায়নে অনুষ্ঠানটি সম্পূর্ন হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত