ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্রকে হাতুড়ি পেটা করলেন প্রধান শিক্ষক
- মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
-
২০২৩-০৭-১৪ ১০:৪৫:৩৮
- Print
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে।
আশুগঞ্জ হাজী আবদুল জলিল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ দেয়া হয়।
ঘটনার শিকার মো: তামজিদুর রহমান সাফিন ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র। সে সম্ভাবনাময় একজন তরুন ক্রিকেটারও। ঘটনার পর আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা করানো হয়। সাফিনের পিতা মিজানুর রহমান আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক।
তিনি অভিযোগ করেন- বুধবার বেলা সাড়ে ৩ টায় হাজী আবদুল জলিল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত:স্কুল ফুটবল খেলায় ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দর্শক হিসেবে মাঠের কিনারে থেকে খেলা উপভোগ করতে থাকা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাফিন তার আগের সহপাঠি দু'পক্ষকে নির্বৃত্ত করতে এগিয়ে যায়। হাত দিয়ে ঠেলে দু-দিকে সরিয়ে দেয় তাদের। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেখানে এসে অজ্ঞাত দুই ছাত্রের প্ররোচনায় সাফিনকে ডেকে নিয়ে চুল ধরে থাপ্পর দিতে দিতে তার কক্ষে নিয়ে যান। এরপর হাতুড়ি দিয়ে সাফিনের বাম হাতের জয়েন্টে আঘাত করে জখম করেন। বিদ্যালয়ের পিয়ন হারিজ মিয়া হাতুড়িটি কেড়ে নিলে হুমায়ুন কবির তাকে বেত দিয়ে মারতে শুরু করেন। পরে সাফিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়। সাফিন আগামী ২১ জুলাই বিসিবি অনুর্ধ ১৬ বাছাই পর্বে অংশ নেবে। সে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট একাডেমীতে নিয়মিত প্রশিক্ষন করছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়ার পর তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
প্রধান শিক্ষক হুমায়ুন কবির হাতুড়ি পেটার অভিযোগ অস্বীকার করে বলেন- আমি তাকে ধমক দিয়েছি।