ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সহায়তা প্রদান
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৭-১৪ ০৯:০১:৫২

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ নীলফামারীর নতিবাড়ি এলাকার আব্দুল বাতেন ও সাবিনা বেগমের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এবং সদর উপজেলা পরিষদের পক্ষ্য থেকে। 

বৃহস্পতিবার চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে সংসদ সদস্যের পক্ষে নগদ তিন হাজার করে টাকা ও শুকনো খাবার এবং উপজেলা পরিষদের পক্ষ্য থেকে নগদ পাঁচ হাজার করে টাকা, শুকনো খাবার ও দুটি করে কম্বল বিতরণ করা হয়। 

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, চওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন বিতরণকালে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রসস্থ্য দুই পরিবারকে ঢেউটিনসহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে। 

চওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটু জানান, বুধবার মধ্যরাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে পরিবার দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী