ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রূপগঞ্জে ডিসিকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
  • সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
  • ২০২৩-০৭-১৩ ০৫:১৮:১৪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বিপিএএ 'র পদায়ন ও বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। (১৩ জুলাই) বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলানায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজের উপস্থিততে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। 

এছাড়াও উপস্থিতি ছিলেন, উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলী জামাল উদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল, জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, জনতা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোক্তার হোসেন, মর্তূজাবাদ কামিল মাদরাসার প্রিন্সিপাল আনম বোরহানউদ্দিনসহ শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধিসহ গন্যমান্যরা।

এ সময় সংবর্ধনা গ্রহণকালে বিদায়ী ডিসিকে ফুলেল  শুভেচ্ছা ও পদক প্রদান করে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী