ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে দিনব্যাপী পুষ্টিমেলা
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-০৭-১০ ০৬:৩১:০৮
তৃণমুলে পুষ্টি উন্নয়ন সম্পর্কিত তথ্য ও সেবা প্রচারের লক্ষে সোমবার দিনব্যাপী পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, ইএসডিও’র সিনিয়র এপিসি আবু জাফর নুর মোহাম্মদ, প্ল্যান ইন্টারন্যাশনালের উত্তরাঞ্চলীয় প্রধান আশিক বিল্লাহ বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে। ইএসওডিও’র জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পরশিয়া রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান। সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত চলমান কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্দ্যোগে জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সার্বিক সহযোগীতায় দিনব্যাপি এই পুষ্টি মেলার আয়োজন করা হয়। এতে সরকারী বিভিন্ন দফতর ছাড়াও বেসরকারী উন্নয়ন সংস্থার ২৫টি স্টল স্থান পায়। বিকেলে শ্রেষ্ঠ স্টল এবং বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী