ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র মেধাবীদের জেলা প্রশাসনের সহায়তা
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৭-০৯ ০৬:৫০:৩২
সরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হওয়া দরিদ্র মেধাবীদের অর্থ সহায়তা এবং একজনকে ল্যাপটপ দেয়া হয়েছে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আট জনের হাতে নগদ ২০হাজার করে টাকা এবং একজনকে একটি ল্যাপটপ তুলে দেন। সহায়তা প্রাপ্তরা হলেন রাইয়ান কবির, রিপন রায়, কৃষ্ণ রায়, সুধাংশু রায়, সাহাবুল ইসলাম, সাব্বির আলী, অর্পণা রায়, সিফাত তাহসিন মিম ও সন্ধ্যা রানী। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় সুত্র জানায়, আর্থিক সহায়তা প্রাপ্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া নীলফামারী সরকারী প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধ্যা রানীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, অস্বচ্ছল দরিদ্র পরিবারের এই মেধাবীরা আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা সংগ্রহে কষ্টের মধ্যে পড়েছিলো। বিষয়টি জানতে পেরে তাদের ভর্তি নিশ্চিত করণে জেলা প্রশাসন তাদের পাশে দাড়ায়। কয়েক দিনের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী