পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, দেশের নদীগুলোর সৌন্দর্য বাড়ানো এবং বিভিন্ন এলাকায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে ইতোমধ্যে কয়েকটি জেলায় তা দৃশ্যমানও হয়েছে।
এছাড়া নদীর গতিপথ ঠিক রাখা, পলি অপসারণ এবং ভাঙ্গন ও ঝুঁকি অংশ রক্ষায় প্রকল্প গ্রহণেরও কাজ চলমান রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের নিতাই ইউনিয়নের চারালকাটা নদী সোজাকরণ ও বুড়ি তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনকালে এ কথা বলেন।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, নীলফামারী বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান উপস্থিত ছিলেন এ সময়।
পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ৫২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নদী সোজাকরণ, ব্রীজ নির্মাণ, রেগুলেটর স্থাপন, সংরক্ষনাগার, বøক দিয়ে গাইড ওয়াল করা হচ্ছে প্রকল্প এলাকায়।
এর ফলে নদীর যেমন সৌন্দর্য বাড়বে তেমনি পর্যটন এলাকা হিসেবেও রুপ লাভ পাবে।