১৯৩ কেজি গাঁজাসহ জুলফিকার ঢালী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩’র একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলা সদরের গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে ক্রাইম প্রিভেশন কোম্পানী-২। গ্রেফতার জুলফিকার একই এলাকার আবু সাঈদ ঢালীর ছেলে।
র্যাব নীলফামারী ক্যাম্প সুত্র জানায়, অভিযানকালে ১১পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১লাখ ৩০হাজার টাকাও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মুল্য ৩৮লাখ ৬০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, সাম্প্রতিক কালের এটি একটি বড় অভিযান।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর সাথে আর কারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মাদক ব্যবসায়ীকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।