গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র। সে এবার এসএসসি পরীক্ষার্থী।
নিখোঁজ হলেন,সাভার ব্যাংক কলোনি এলাকার শাহ আলমের ছেলে সিয়াম হোসেন (১৬)।
এলাকাবাস সূত্রে জানা যায়, সিয়াম গত রবিবার কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় ফুফুর বাড়ি বেড়াতে আসে। বুধবার দুপুরে চাপাইর ব্রিজের নিচে তুরাগ নদীতে চাচা নজরুল ইসলামসহ নাদিম, তাওসিফ, জান্নাতুল এর সাথে সিয়ামের সাথে গোসল করতে নদীতে নামে। গোসলের একপর্যায়ে সিয়াম পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজে না পেয়ে এলাকাবাসি কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী থেকে ডুবুরী দল এসে নদীতে উদ্ধারকাজ চালাচ্ছেন।