ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা সহ নারী আটক
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৭-০৬ ০৯:৫১:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মনোয়ারা(৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (০৬ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে মাদক সহ তাকে আটক করা হয়। মনোয়ারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলের মৃত তোতা মিয়া প্রকাশ পাগলা বাহারের স্ত্রী।  আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়। আটকের পর সে ইয়াবা শরীরে থাকার কথা স্বীকার করেন। পর কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় তার নিজ হাতে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী