পার্বতীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক উৎকণ্ঠা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলের বাসা থেকে তার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এসময় তার গোটা শরীর থেকে দূগন্ধ বের হচ্ছিল। মুখমন্ডল ছিল অসম্ভব রকমের ফোলা ও বিকট কালো বর্নের।
পরিবারের লোকদের কোন অভিযোগ না থাকায় মঙ্গলবার রাত শেষে বুধবার সকালে নিহতের মরদেহ কবরস্থ করেন পরিবারের লোকজন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ তিনি একাই ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। সর্বশেষ গত রোববার সকালে কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে বাজারে দেখতে পান এলাকাবাসী। এরপর গত দুইদিন তাকে দেখতে পাওয়া যায়নি কোথাও। মঙ্গলবার সন্ধ্যার পর তার বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ এসে খাটের উপর শোয়ানো জাহাঙ্গীরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পার্বতীপুর পৌরসভার মেয়রসহ সকল কাউন্সিলরগন ঘটনাস্থলে ছুটে যান। পার্বতীপুর রেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।