ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সরাইলে বিশিষ্টজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ডাক্তার আশীষের
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৭-০৪ ১০:১৩:৩৫

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক- ১,সরাইল সদরের কৃতি সন্তান ডা: আশীষ কুমার চক্রবর্তী  তার নিজ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার  উচালিয়াপাড়ায় তার নিজ বাড়িতে শুভেচ্ছা বিনিময় আয়োজনে সরাইল সদর ও কালীকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, পুরুষ ও নারী  এবং সদস্য ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ যোগ দেন।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি তার বক্তব্যে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। বলেন- ভবিষ্যতে তিনি যদি এই অঞ্চলে কাজ করার সুযোগ পান, তাহলে তাদেরকে সাথে নিয়েই অবহেলিত সরাইল ও আশুগঞ্জের উন্নয়নে কাজ করে যাবেন। দীর্ঘদিন ধরে  ডা: আশীষ কুমার চক্রবর্তী সরাইলে শিক্ষা ও স্বাস্থ্য উভয়ক্ষেএে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরাইল সদরের চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ, সরাইলের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল জব্বার সহ সরাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া এবং কালিকচ্ছ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ধন মিয়া, সরাইল সদর ইউনিয়নের নারী সদস্য শামীমা এবং কালিকচ্ছ ইউনিয়নের জায়েদা খাতুন। সুশীল সমাজের প্রতিনিধগণ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ডা: আশীষ কুমার চক্রবর্তীকে ভবিষ্যতে  নেতৃত্বে আসার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত করেন এবং উন্নয়নমূলক কাজে তার পাশে থাকার অঙ্গীকার করেন।

সাংবাদিক নারায়ণ চক্রবর্তীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপ দত্ত তনু এবং শুভেচছা বক্তব্য রাখেন সঞ্জীব ভট্টাচার্য, মিনহাজ নবী খান পলাশ ও আশুগঞ্জের মোবারক হোসেন ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী