ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় ১আসামী জেল হাজতে; খুশিতে এলাকয় মিষ্টি বিতরন
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৭-০৪ ০২:৩১:৫৪

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনারের উপর হামলার ঘটনায় খন্দকার সাদিক রেজা আরিফকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।এঘটনায় ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে মিষ্টি বিতরন করেছে গ্রামবাসী।

যুবলীগ নেতা জাবির শফি দিনারের করা মামলায় ৬ আসামী হাইকোর্টের আগাম জামিন শেষে আজ বেলা ১টায় নিন্ম আদালতে হাজির হলে  চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তরুন বাসার ৫জন আসামীর জামিন মঞ্জুর করলেও মামলার অন্যতম আসামী খন্দকার সাদিক রেজা আরিফকে জেল হাজতে প্রেরন করে। জামিন পাওয়া ৫ আসামীরা হলেন খন্দকার আসাদুজ্জামান রেজা (৬৫), সাব্বির রেজা তারিক(৪৮), রাব্বি খন্দকার(৩০), জাকির মল্লিক(৩৮) এবং লোটাস পাভেজ বাবু(৩৮)।

 গত ১৯মে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবলীগ নেতা দিনারের উপর অতর্কিত হামলা চালায় মাচ্চর ইউনিয়নের বাসিন্দা খন্দকার আসাদুজ্জামান রেজা ওরফে রেজা খন্দকারসহ অন্য আসামীরা।এসময় হত্যার উদ্দেশ্যে দিনারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে আসামীরা দিনারের কাছে থাকা মোবাইল ফোন, ১ভরি ওজনের স্বর্নের চেইন ও নগদ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। এঘটনায় যুবলীগ নেতা বাদী হয়ে গত ২০মে কোতয়ালী থানায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো৩/৪জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। এঘটনায় আসামীরা হাইকোর্ট থেকে ৬সপ্তাহের জামিন শেষে আজ নিন্ম আদালতে হাজির হলে বিচারক ৫জনের জামন বহাল রাখেন। এবং মামলার ২নং আসামী খন্দকার সাদিক রেজাকে জেল হাজতে প্রেরন করা হয়।

যবলীগ নেতা জাবির শফি দিনার বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। যারা জামিন পেয়েছে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী