ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাবনায় এনটিভি'র ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৩-০৭-০৪ ০২:২৯:৪৪

পাবনার বিশিষ্ট সমাজসেবক, মহামান্য রাষ্ট্রপতির বাল্যবন্ধু, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম বলেছেন, বস্তুনিষ্ট খবর পরিবেশনের জন্য এনটিভি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) এর দিক থেকে এনটিভি অনেক এগিয়ে। তিনি বলেন, এনটিভি দীর্ঘ ২১ বছর মানুষের ভালবাসা ও আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। এনটিভির খবরের মান অনেক উন্নত এবং বস্তুনিষ্ট। তিনি এনটিভিকে পাবনার খবর আরও বেশী প্রচারের আহবান জানান।

 এনটিভির ২১ বছরে পর্দাপন উপলক্ষ্যে সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পাবনার বিশিষ্ট সমাজসেবক, মহামান্য রাষ্ট্রপতির বাল্যবন্ধু, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম। ২০২২ সালের একই দিন একই স্থানে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মো : সাহাবুদ্দিন এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
 
এনটিভির পাবনাস্থ স্টাফ রির্পোটার ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালণায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি শহীদুর রহমান শহীদ।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীবস) মো. শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীবস) আব্দুল হান্নান।  প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক যুগ্ম সম্পাদক নাগরিক টিভি প্রতিনিধি জিকে সাদী, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রির্পোটাস ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক আমাদের সময়ের সুশান্ত কুমার সরকার, এসএটিভি প্রতিনিধি কামরুল ইসলাম, চলনবিলের সাংবাদিক জাকির সেলিম, দৈনিক নতুন বিশ্ববার্তার নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম বকুল, পাবনা প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, দি ডেইলি মর্নিং টাচের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, পাবনা প্রেসক্লাব কার্যকরি কমিটির সদস্য প্রবীন সাংবাদিক আব্দুর রশিদ, গাজী টিভির ইমরোজ খন্দকার বাপ্পী, বৈশাখী টিভির মিজান তানজিল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আখতারুজ্জাান জর্জ, এখন টিভির মাসুদ রানা, দি ঢাকা মেইলের প্রতিনিধি মো. শামসুল আলম, দি ঢাকা পোষ্টের রাকিব হাসনাত, সিএনএফটিভির চেয়ারম্যান মো. খালেদ হোসেন, সাংবাদিক মাহবুবা কাজল প্রমুখ। পরে অতিথিরা কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠানরে শুরুতইে মহান মুক্তযিুদ্ধে শহীদ ও পাবনা প্রসেক্লাবরে প্রয়াত সদস্যদরে প্রতি দাড়য়িে এক মনিটি নরিবতা পালন করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী