ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে “এনটিভির” ২১ বছরে পদার্পন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৭-০৪ ০২:২৭:৫৩

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেছেন, এনটিভি তাদের প্রতিষ্ঠালগ্ন থেকে নিরপেক্ষ সংবাদ উপস্থাপন, মানসম্পন্ন বিনোদনসহ প্রতিটি ক্ষেত্রে নান্দনিক ও ভিন্নমাত্রার উপস্থাপনার মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। তারা তাদের সেই গৌরব ও অর্জনসমূহকে অক্ষুন্ন রেখে বর্তমানেও তাদের সকল কার্যক্রম পরিচালিত করছে। বিশেষ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও মানসম্পন্ন নাটকের ধারা তারা অব্যাহত রেখেছে। এ কারণে পথচলার দীর্ঘবছরেও প্রতিষ্ঠানটি দর্শকের কাছে তাদের গ্রনযোগ্যতা ধরে রেখেছে। আমরা আশা করি আগামী দিনগুলোতেও এনটিভি তাদের অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যানে ভূমিকা রাখবে। তিনি গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির ২১ বছরে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার অবাধ গনমাধ্যমে বিশ্বাসী  । তিনি দেশের উন্নয়নমূলক কর্মকান্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় স্বাগত  বক্তব্য রাখেন এনিটিভ ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব  প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনি· মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শহরের সূধীজন উপস্থিত ছিলেন।

পরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোস্তফা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী