ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুর বনের মধ্যে নারীর গলাকাটা মৃতদেহ
  • মাছুদ পারভেজ, গাজীপুর
  • ২০২৩-০৭-০২ ০৭:৫৬:২৬

গাজীপুর শ্রীপুর উপজেলার রাজাবাড়ি  জয়নারানপুর গ্রামের একটি বন থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধগলিত গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুলাই ) দুপুরের মৃতদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার (ওসি) এ এফ এম নাসিম জানান,সকালে রাজাবাড়ি জয়নারায়নপুর গ্রামের মালের টেক বনের ভেতর ওই নারীর অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় জানালে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী