ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে সাতক্ষীরা ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ জুলাই সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে দিন ব্যাপি এ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ¦ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সৈয়দ ইখতেখার আলী, কামরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, শেখ নিজাম উদ্দিন, আশরাফুজ্জামান আশু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর প্রসাদ, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মেহেদী হাসান, এ্যাড. শেখ আজাদ মোঃ রফিকুল আলম বাবু মোঃ ইউসুফ আলী ইউসুফ আবদুল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ হোসেন বেলাল, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মীর মোশারফ হোসেন মন্টু, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, এমএমএ জায়েদ বিন গফুর, প্রমুখ।
সকাল থেকে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ঐহিত্যবাহী পিএন হাইস্কুল প্রাঙ্গণ। সাতক্ষীরার এতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। সকাল থেকে বিদ্যালয়ে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একেকটা বন্ধুই অন্য বন্ধুর জন্যই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারীয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। মিলনমেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু।