বন্যার পানি কমা অব্যাহত রয়েছে শিল্পাঞ্চল সাভারের বিভিন্ন এলাকায়। অনেক এলাকায় ঘর-বাড়ি, দোকান থেকে বন্যার পানি নামতে শুরু করায় বন্ধ দোকান খুলতে শুরু করেছে। পানি নেমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সাভারের বন্যা কবলিত ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি কমে যেতে দেখা যায়। তবে এখনও বন্যা কবলিত রয়েছে বেশিরভাগ এলাকা।
সাভার-আশুলিয়া-ধামরাইয়ের (ঢাকা বিভাগ-২) পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত রশিদ জানান, আজ তুরাগ নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বংশী নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিদিনই সাভারের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শীঘ্রই প্রায় সব এলাকা বন্যামুক্ত হবে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবাহিত রোগ প্রতিরোধে পানি বিশুদ্ধকরণ ওষুধ ও স্যালাইন বিতরণের পাশাপাশি জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।