ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ঈদ পূনর্মিলনী
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৭-০১ ০৭:৩৪:০৫

নবীনগরের বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ঈদ পূনর্মিলনী হয়েছে ঈদের পরদিন শুক্রবার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জড়ো হন। 

নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে  স্বাগত বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোতাসিম বিল্লাহ, সমবায় কর্মকর্তা মো: শাহআলম, সহকারী প্রকৌশলী আ: হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল হক,সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: নাছির উদ্দিন,সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুল হাই, শিক্ষক নেতা মনির হোসেন বাবুল,বিশিষ্ট শিক্ষক করিম ,উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন, ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন, শিক্ষক মোঃ কামাল, অধ্যাপক আশরাফ, বড়াইল হোসাইনীয়া উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী হারুন, সাওয়াল প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ঈদুল ফিতরের পর দিন(২০২৪ খ্রিষ্টাব্দ) বিকাল ৩ টায়  বিদ্যালয়ের মাঠে পরবর্তী ঈদপুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে শীঘ্রই  একটি কমিটি গঠন করা হবে।

সভাটি পরিচালনা করেন শিক্ষক দুলাল এবং ব্যাংকার মাকসুদ খান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী