ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কুরবানির ঈদকে ঘিরে নিরাপত্তায় তৎপর রায়পুরা থানার অফিসার ইনচার্জ
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-০৬-২৬ ১১:৩৯:৪৮

কয়েকদিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা । আর এ ঈদকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা দিতে নরসিংদীর রায়পুরায় ইতোমধ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে ঈদ বাজারকে ঘিরে  রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের  কর্মকান্ড গত কয়েক বছরের তুলনায় ব্যাপক দৃশ্যমান রয়েছে।  পার্কিংবিহীন বাজার ব্যবস্থাপনায় যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে যানবাহন কোনভাবেই থামতে দিচ্ছেনা পুলিশ। ফুটপাত দখলমুক্ত রাখা, নির্বিঘ্নে ঈদ বাজারে চলাচলের জন্য বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েনসহ বিভিন্ন  পদক্ষেপ হাতে নিয়েছেন অফিসার ইনচার্জ। আবার এসব কাজ মনিটরিং করাসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা মূলক ব্যবস্থা প্রতিনিয়ত মাঠপর্যায়ে কাজ করছেন তিনি।এই বৃহৎ রায়পুরা উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন ইতোমধ্যে সভা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি এরইমধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী চক্র, অজ্ঞান পার্টি, প্রতারকসহ দুস্কৃতকারীদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। 

এরমধ্য দিয়ে আইনের আওতায় আনা হবে ঈদকে ঘিরে মাথাচারা দিয়ে ওঠা অপরাধীদের।রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান  জানান, পশুর হাট, শপিংমল, ব্যবসা প্রধান এলাকাসহ নগরীর অলি-গলিতে পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে।  ইতোমধ্যে সমন্বয় সভা করে গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি এবার ঘরমুখো মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া সম্ভব হবে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত