সাতক্ষীরায় আ'লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগের বিশাল র্যালী
- শাহেদ উল্লাহ শাহেদ, সাতক্ষীরাঃ
-
২০২৩-০৬-২৪ ১১:২৬:৫৭
- Print
সাতক্ষীরায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে সরকারি কলেজ ছাত্রলীগের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শুক্রবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে কলেজ শাখার সাবেক সহ-সভাপতি আগামী দিনে জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের পদপ্রত্যাশী কাজী সাদিকুজ্জামান দীপের নেতৃত্বে একটি বিশাল র্যালী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রধান র্যালীতে এসে মিলিত হয়।
এসময় র্যালীতে অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা ইসরাফিল, রাজা, শাফিন, আরাফাত, মিনহাজ, কামাল, শামীম, আজমির আসিফ, আরমান, সামিসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের হাজারও নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে শিক্ষা শান্তি ও প্রগতির ছাত্রলীগের সৈনিকদের এই র্যালী।