ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
ফোনালাপ প্রসঙ্গে সাবেক এসপি আল্লাহ্‌ বকশের দুঃখ প্রকাশ
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-১১ ০৬:৫১:২৯

আইনি পরামর্শে তথ্য গোপন করেছিলো ওসি প্রদীপ। ফোনালাপ প্রসঙ্গে লিখিত বিবৃতি দিয়েছেন সাবেক এসপি আল্লাহ বকশ।

ঘটনার পরদিন ওসি প্রদীপকে আইনী পরামর্শ দেয়ার ফোনালাপ ফাঁস হবার প্রেক্ষিতে মঙ্গলবার লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, কোন খারাপ উদ্দেশ্যে পরামর্শ দেননি।

তিনি বলেন, সাবেক কর্মকর্তাদের সংগঠনের নেতা হিসেবে অনেকে তার কাছে পরামর্শ চান। সেই হিসেবে তিনি প্রদীপকে পরামর্শ দেন। তিনি প্রদীপ আসল তথ্য গোপন করে তার কাছে পরামর্শ চান। এমন পরিস্থিতিতে তার পরামর্শ বাস্তবসম্মত নয় বা পক্ষপাতমুলক বলে বিবেচিত হচ্ছে।

তাছাড়া, সাবেক সেনা সদস্য জেনেও মামলা সাজানোর কথা প্রসঙ্গে তার দাবি, তিনি অবজ্ঞাপূর্ণ কোন কথা বলতে চাননি। অবজ্ঞার প্রশ্নই উঠেনা। তিনি ফোনে কথা বলা শুরু করলেও সেটা পুরোপুরি শেষ হয়নি বলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এটা তার অনিচ্ছাকৃত বক্তব্য। এজন্য মর্মাহত, অনুতপ্ত এবং দুঃখ প্রকাশ করেন আল্লাহ বকশ।

একইসাথে, সিনহার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি এ হত্যাকান্ডের বিচারও দাবি করেন পুলিশের সাবেক এই এসপি।

তার এবং প্রদীপের ফোনালাপ নিয়ে সোমবার প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। এরপরই তিনি এই ব্যাখ্যা দিলেন।

 

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ