ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পার্বতীপুরে জমি সংক্রান্ত বিবাদে নিহত ১ আহত ১
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৬-২৪ ০১:৩২:৩৫

পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ধোবাকল পাইকার পাড়া গ্রামে নিজ জমির জবর দখল ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

নিহতের পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আবু বক্করের ভোগ দখলীয় জমিতে জোর পূর্বক হালচাষ করতে যায় মহিবুল ইসলাম ও তার পিতা হাদেকুল ইসলামসহ ভাড়াটিয়া ১০/১৫ জন লোক। এসময় তাদেরকে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষগন আবু বক্করের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হামলাকারীদের ধারালো অস্ত্র ও রডের আঘাতে তারই ছোট ভাইয়ের আবুল কাশেম পা ভেঙ্গে যায়। আহত এ দু’জনকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসকগন আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষনা করেন। আহত আবুল কাশেমকে উন্নত চিকিৎসা ও নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইন্চার্জ আবুল হাসনাত খান নিহতের সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। গ্রেফতারের সম্ভাবনা শতভাগ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী কাশেমের বিরুদ্ধে দুদকে মামলা
পঞ্চগড় সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে শাহনেওয়াজ প্রধান শুভ চেয়ারম্যান নির্বাচিত
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে সরাইল ও নাসিরনগরের ভোট সম্পন্ন
সর্বশেষ সংবাদ