পার্বতীপুরে বৃহস্পতিবার অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের দমনে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের লোকজন অভিযান পরিচালনা করেছেন। অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগম থানা পুলিশের সহায়তায় দুপুরে নতুন বাজার প্রেসক্লাব রোডের তরঙ্গিনী বানিজ্যালয়ের চিনির গোডাউনে অভিযান চালান। ওই ব্যবসা প্রতিষ্ঠানের দুইটি গোডাউনে তল্লাশী চালিয়ে ৭২০ বস্তা চিনির অবৈধ মজুদ পাওয়া গেলে ব্যবসায়ী সচিন্দ্রনাথকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বিউটি হোটেলে অভিযান চালিয়ে নি¤œমানের খাবার ও নোংরা পরিবেশে হোটেল ব্যবসা করার অপরাধে হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, সময়ের অভাবে ব্যাপকভাবে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে এই অভিযান আরও জোড়ালোভাবে চালানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।