ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
পাকিস্তানি একটি সৈনিক জীবিত থাকা পর্যন্ত এদেশের যুদ্ধ চালিয়ে যেতে হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-০৬-২৪ ০১:১৫:০১

মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, বাংলাদেশে পাকিস্তানের একটি সৈনিক জীবিত থাকা পর্যন্ত এদেশে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন ১৯৭০ সালের নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধুর জয় হলেও ইয়াহিয়া খান  ক্ষমতা ছাড়েনি।

তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হলরুম  আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসব কথা  বলেন।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের  ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া মাহফিল কেককাটা  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। উপজেলা হল রুমে বক্তব্য শেষে  কেক কেটে  উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয় র‌্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর  বাস টার্মিনালের এসে শেষ হয়।  র‌্যালী শেষ বিভিন্ন নেতৃত্ব বৃন্দ  বক্তব্য প্রদান করেন। 

 অনুষ্ঠানে   সঞ্চলনায় করেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়। এ সময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম  তুষার,  কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের  সাধারন সম্পাদক সিকদার জহিরুল  ইসলাম  জয়,  উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম।

মন্ত্রী আরো বলেন, সার্থক সফল ঐতিহ্যবাহী গৌরবের দিন আজ।এই দিনটি চিরস্মরণীয় হয়ে আছে প্রত্যেকটা বাঙালি হৃদয়ে। বাঙ্গালীদের মনে  পড়ে যায় সেই পুরনো দিনের কথা - যা ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৪ এর যুক্ত ফ্রন্ট নির্বাচন,আইয়ুবের সামরিক শাসন ও বিরোধী আন্দোলন, ৬২ ছাএ আন্দোলন, ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম লড়াই এবং ৭০ নির্বাচন এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ,৩০ লক্ষ শহীদের এক সাগর রক্তের বিনিময়ে, বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। 

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা