ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে নদী দূষন রোধে সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরন
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৬-২২ ০৫:০০:৫৮

ফরিদপুরে নদী দূষন রোধে জনসচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে নদী দূষন রোধে সচেতনতামূলক এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি  জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুমার নদ দূর্ষন রোধে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্ল্যা। পরে কুমার নদ রক্ষায় নদ-নদী দূষন রোধে চকবাজার, হাজী শরিয়তউল্লাহ বাজার, ময়রাপট্টিসহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরন করা হয়।  এ কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন সরকারী, বেসরকারী দপ্তরের প্রধানগণ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

এসময় কুমার নদের বিভিন্ন পাড় পরিদর্শন শেষে অবৈধ দখলদারদে হুশিয়ার করে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, যারা কুমার নদ দখল করে নদটিকে হত্যার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী