ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৬-২২ ০০:০৯:১৪

ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে  শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদহ্মেপ গ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের একটি  চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স  রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জেলা শহরের যানজট নিরসনে বিভিন্ন দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আফরিন ফাতেমা জুঁই। বক্তব্য রাখেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকন, সাধারণ সম্পাদক মমিনুল হক,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নবীন দলের সভাপতি মোঃ সাদাত হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আবুল বাশার মাসুদ মিয়া প্রমুখ।লিখিত বক্তব্যে শহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা,যানবাহনের ট্রাফিক সিগন্যাল মেনে চলতে বাধ্য করা,গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়োগ করা, পৌর কর্তৃপক্ষ অটো ভ্যান,রিকশাচালকের ট্রাফিক আইনি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, অবৈধ যান চলাচলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান। এ ব্যাপারে তারা উপস্থিত সকল সাংবাদিক সচেতন নাগরিকদের ও সহযোগিতা কামনা করেন। এছাড়াও তারা যানজটের বিরুদ্ধে পৌর নাগরিকদের গণস্বাক্ষর অভিযান আয়োজনে এ কথা জানান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী